ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৮ মে মঙ্গলবার সাজেদা চৌধুরীর ৮৩তম জন্মদিন

admin
May 7, 2018 1:21 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) থেকে: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের গণমানুষের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ৮৩তম জন্মদিন ৮ মে মঙ্গলবার।

ঢাকার ধানমন্ডি মাননীয় সংসদ উপনেতার বাসভবনে তাঁর জন্মদিন জাকজমকভাবে পালন করা হবে। এছাড়াও ফরিদপুরের সালথা-নগরকান্দার একাধিকস্থানে কেক কেটে এবং মিলাদ-মাহফিলের মধ্যেদিয়ে সংসদ উপনেতা জন্মদিন পালন করবেন নেতাকর্মীরা।

সংসদ উপনেতার শুভ জন্মদিন উপলক্ষে সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরবাসী শুভেচ্ছা জানিয়েছেন। সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. উদ্দীন জানান, এবছর সংসদ উপনেতার জন্মদিন জমকালো আয়োজনের মধ্যেদিয়ে পালন করবেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগন।

http://www.anandalokfoundation.com/