ক্রীড়া ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রয়েছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী জুলাই মাসে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর।
অবশ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল আগে থেকেই সিপিএলে খেলছেন। ২০১৩ ও ২০১৪ সালে তারা দুজন ছিলেন। তবে ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না দেওয়ার কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার বাংলাদেশি সাত ক্রিকেটারের কয়জন শেষ পর্যন্ত দল পান ও খেলতে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।