স্বদেশ মণ্ডল, কুয়েতঃ পতিতপাবন ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর সকল মতুয়াদের সঙ্গবদ্ধ করার লক্ষ্যে ৬১টি দেশের ৪১৭ জন মতুয়া ভক্তদের নিয়ে আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর যাত্রা শুরু।
৯ অক্টোবর ২০২০ইং রোজ শুক্রবার সন্ধা ৭টায় বরিশাল নতুন বাজার শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরে ৮৮ বছর পরে এ কমিটি গঠিত হয়।
দেশে দেশে মিশনের বহু শাখা রবে,
আমার বাবার নাম প্রচার হইবে।
-পতিতপাবন ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর।
সারাবিশ্বের সকল হরিভক্তদের একত্রিত করার লক্ষে “৬১টি” দেশের ৪১৭ জন হরিভক্তদের নিয়ে নুতন উদ্দোগে “INTERNATIONAL SHREE SHREE HARI-GURUCHAND MATUA MISSION”. Central office: Shreedham Orakandi Thakurbari, Gopalgonj. Acting Head office: New York Citi (USA). Main office: Barisal Bangladesh.
আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নামে সম্পুর্ন নুতনভাবে সংগঠনটি “শুভ উদ্ভোধন” করাহয়।
শুভ উদ্ভোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দ’র সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস। এবং সভাপতিত্ব করেন বরিশাল ল কলেজের অধ্যাপক ও বরিশাল বিভাগীয় মতুয়া মন্দিরের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শৈলেন্দ্রনাথ বড়াল।
আলোচকবৃন্দ ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ বিপুলপ্রিয় সিকদার, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল বিএম কলেজ এর প্রফেসর ড. সঞ্জয় কুমার দাস, বরিশাল বিএম কলেজ এর প্রফেসর মনোজ হালদার, শ্রী বাসুদেব কর্মকার (ভাষাই), দুমকী কলেজ বরিশাল এর অধ্যক্ষ শ্রী হীরেন ঠাকুর, মতুয়া মিশন ঢাকা মহানগর এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়র হীরেন ঠাকুর, গৌরনদী আমেনা খাতুন হোমিও কলেজ এর প্রফেসর ডাঃ মনিষ চন্দ্র বিশ্বাস, মতুয়া মিশন গৌরনদী উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী দুলাল চন্দ্র হাওলদার, পটুয়াখালি কলেজ এর অধ্যক্ষ ঝুমুর রানী হাওলাদার, শ্রী নিরাঞ্জন মিত্র, বরিশাল মহানগর মতুয়া মিশনের সভাপতি শ্রী সঞ্জিত হালদার (সঞ্জু), শ্রী সুনীল চন্দ্র বৈদ্য, শ্রী অনিমেষ ঘরামী। এছারাও জেলার বিভিন্ন উপজেলার সাধু গোসাই পাগল হরিভক্তরা উপস্থিত ছিলেন।
জানা যায়, *এই সংগঠনটির একটি শক্তিশালী গঠনতন্ত্র রয়েছে, ইন্টারন্যাশনাল মতুয়া মিশন নিউজ লেটার নামে একটি পত্রিকা রয়েছে, এটির সদস্য পদ গ্রহনের জন্য ফরম রয়েছে, সমগ্র বিশ্বে যেন এটির কার্যক্রম পরিচালিত হতে পারে সেজন্য এটির নিবন্ধন কাজ অনেক দুর এগিয়ে গেছে।