ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০২৪ সালে দেশে কোনো গরিব থাকবে না

admin
September 27, 2017 9:39 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  আগামী পাঁচ বছরের মধ্যে দেশ অর্থনীতিতে স্থিতিশীল জায়গায় পৌঁছে যাবে। ২০২৪ সালে আমাদের দেশে কোনো গরিব থাকবে না। দারিদ্র্যের হার ৭ শতাংশে নামিয়ে আনা হবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সাত শতাংশ গরিব সবসময়ই থাকে, কিছু থাকে প্রতিবন্ধী-বৃদ্ধ। সরকারকে তাদের সহযোগিতা করতে হবে। আগামী বাজেটের আকার দাঁড়াবে সাড়ে চার লাখ কোটি টাকা। এতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আরো বাড়ানো হবে।

তিনি বলেন,  আয়কর দিলে দেশ সমৃদ্ধ হবে। এখন আয়কর দেয়ায় সবাই সহযোগিতা করছে। দেখা যায় বেশিভাগ করদাতাদের বয়স ৪০ থেকে ৫০ বছর। এটা আমাদের জন্য সুখকর।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সরকার যে বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে তার জন্য রাজস্ব প্রয়োজন। কারণ রাজস্ব হল উন্নয়নের অক্সিজেন। এনবিআর অতীতের দুর্নাম ঘুচিয়ে এখন জনবান্ধব কাজ করছে।

আগামী নভেম্বরে আয়কর মেলা হবে বলে উল্লেখ করেন তিনি।

http://www.anandalokfoundation.com/