বিনোদন ডেস্কঃ ঈদ মানেই সালমান খানের নতুন ছবি। গত কয়েক বছর ধরেই এমনটা হয়ে আসছে। তাই তো প্রত্যেক বছর ঈদের দিন বলিউড ভাইজান সালমান খানের ছবি মুক্তি পাবেই পাবে। পরিচালক আলি আব্বাস জাফরের পরবর্তী ছবিতে অভিনয় করছেন তিনি।
জি নিউজ এর এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৪-তে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি। ছবির নাম রাখা হয়েছে ‘ভারত’। ২০১৯-এর ঈদে মুক্তি পাবে ছবিটি।
ছবির পরিচালক ও প্রযোজকদের মতে, এই ছবির নায়কের ভূমিকায় সালমান খান একেবারে সঠিক পছন্দ। তাদের মতে, ‘ভারত’ ছবিটি অন্য একটি ছবি থেকে অনুপ্রেরিত হলেও, ছবির গল্প একটা দেশের পাশাপাশি এক ব্যক্তির জার্নিও দেখাবে।