সার্কভুক্ত দেশগুলির ভিডিও কনফারেন্সে করোনা রুখতে মোদী একটি ফান্ড তৈরি করার কথা বলেন। সেই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

সংখ্যার বিচারে বিশ্বব্যাপী আক্রান্ত দেড়লক্ষ। এরই মধ্যে রবিবার বিকেলে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ভিডিও কনফারেন্সে বসেছিল সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা রুখতে একটি ফান্ড তৈরি করার কথা বলেন। পাশপাশি তিনি জানান সেই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে প্রস্তুত ভারত।