সার্কভুক্ত দেশগুলির ভিডিও কনফারেন্সে করোনা রুখতে মোদী একটি ফান্ড তৈরি করার কথা বলেন। সেই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
সংখ্যার বিচারে বিশ্বব্যাপী আক্রান্ত দেড়লক্ষ। এরই মধ্যে রবিবার বিকেলে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ভিডিও কনফারেন্সে বসেছিল সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা রুখতে একটি ফান্ড তৈরি করার কথা বলেন। পাশপাশি তিনি জানান সেই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে প্রস্তুত ভারত।
মোদী কনফারেন্সে বলেন, করোনা সংক্রমণ রুখতে একযোগে কাজ করতে হবে দেশগুলিকে। তিনি বলেন, এই ভাইরাস রুখতে আমাদের একযোগে কাজ করতে হবে ও সফল হতে হবে। পাশাপাশি ভারত যে এই ভাইরাসকে রুখতে তৈরি তাও জানিয়েছেন মোদী।
মোদীর একযোগে লড়াইয়ের বার্তাকে স্বাগত জানিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ ও আফগান সরকার।
মোদী এদিন কনফারেন্সে বলেন, বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ সার্কভুক্ত দেশে বসবাস করেন, তাই এই দেশগুলি বর্তমানে কঠোর পরীক্ষার মুখে দাঁড়িয়ে। তিনি মনে করিয়ে দেন, অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
রাজ্যভিত্তিকভাবে যে তথ্য সামনে এসেছে তা মূলত এইরকম, দিল্লিতে ৭ জন, পার্শ্ববর্তি এলাকা হরিয়ানায় ১৪ জন যারা প্রত্যেকেই বিদেশি, কেরলে ২২ জন, রাজস্থানে ২ জন বিদেশি, তেলেঙ্গানায় ৩ জন, উত্তরপ্রদেশে ১১ জন এবং এদের মধ্যে ১ জন বিদেশি, লাদাখে ৩ জন, তামিলনাডুতে ১ জন, জম্মু ও কাশ্মীরে ২ জন, পঞ্জাবে ১ জন এবং কর্নাটকে ৬ জন, মহারাষ্ট্রে ৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিনহিত করা হয়েছে। যা হিসেব করলে ১০৭ জন। এঁদের মধ্যে ৩১ জন হিসেবে শীর্ষে মহারাষ্ট্র।