13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১৬ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জামায়াতের

admin
September 10, 2017 2:40 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীর জনাব সৈয়দ গোলাম সারওয়ার ও কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক আমীর মো: আ: আউয়ালসহ জামায়াতের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীর সৈয়দ গোলাম সারওয়ার ও কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক আমীর জনাব মো: আ: আউয়ালসহ জামায়াতের ১৬ জন নেতা-কর্মীকে গত ৮ সেপ্টেম্বর পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

তিনি বলেন, সরকার স্বৈরশাসন পাকা-পোক্ত করার উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনৈতিকভাবে হয়রানি করছে এবং জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের দু:শাসনের কারণে তাদের জনপ্রিয়তায় ধ্বংসে নেমেছে। জনসমর্থন হারিয়ে সরকার শক্তির জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। তিনি জুলুম-নির্যাতন বন্ধ করে জামায়াতের গ্রেফতারকৃত দুই নেতাসহ সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

http://www.anandalokfoundation.com/