স্টাফ রিপোর্টার, সন্তোষ কুমার মাহাতোঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইনস্থ নাঈম শাখা শারদীয় দূর্গা উৎসব উদ্যাপন পরিষদের সভা অনুষ্ঠিত।
সম্প্রতি বাহরাইনের নাঈমে আল জিজানিয়া হলে বিপুলসংখ্যক সনাতনীদের উপস্থিতিতে এসভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার শীল যীশু।
বিষ্ণু দেবের উপস্থাপনা উক্ত সভায় উপস্থিত ছিলেন পুজা পরিচালনা কমিটির সভাপতি অবিনাশ পাল, সাধারন সম্পাদক দুলাল দাশ, প্রধান উপদেষ্টা জহরলাল দেবনাথ, নির্বাহী সভাপতি বকুল সুত্রধর, অনুকুল দেবনাথ, সমীর মহাজন, সুকুমার দাশ, বিধান মজুমদার, তরুণ সুত্রধর, পরেশ পাল, পলাশ দাশ, লিটন শর্মা, অমিত দেব, নির্মল পাল, রতন মন্ডল, মানিক দেব, তপন সুত্রধর, নিলমনি বাবু, অসিম পাল, বিজয় মজুমদারসহ সালমাবাদ শাখার, মহারক শাখার, নাঈম শাখার, জানুছান শাখার,মানামা শাখা ও বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী সদস্যবৃন্দ।