বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতারের প্রতিবাদে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে পেট্রাপোল সীমান্ত অবরোধের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি(বিজেপি)।
২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে প:বঙ্গ বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী একটি লিখিত বিবৃতে এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিবৃতি পাঠ করে শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন ‘এনাফ ইজ এনাফ’ ভারত সরকারের নিজস্ব পলিসি রয়েছে তারা নিয়ম মেনে চলে। ভারতের পররাষ্ট্র নীতির একটি নির্দিষ্ট ধারা বজায় রেখে পদক্ষেপ গ্রহণ করে। ভারত সরকার তাদের মতো করে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু বিজেপির যে স্টেটমেন্ট তাতে আমরা পরিস্কার ভাবে বলতে চাই ভারত সরকার নিশ্চিত ভাবে তাদের কাজ শুরু করেছেন এবং চরম পরিনতির জন্য ড:ইউনুসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিনতি আপনারা দেখতে পাবেন। সব কিছুর একটা শেষ আছে।
তিনি আরও জানান, বুধবার বিকেল ৩টায় প:বঙ্গ বিজেপির বিধায়করা বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন। সারা রাজ্যে হিন্দুদের ধ্বজ শাখ কর্তাল নিয়ে মিছিল মিটিং করতে বলেছেন। ব্যাপকভাবে প্রতিবাদ মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল করে হিন্দুরা রাস্তায় নামবে। ধর্ম রক্ষার এই আন্দোলনে সবাই সামিল হতে তিনি আহ্বান জানান।
আগামীকাল বুধবার হিন্দু জাগরন মঞ্চ শিয়ালদহ থেকে বাংলাদেশ হাইকমিশন অফিস অভিযান করবে। বিজেপি পেট্রাপোল বর্ডার অভিযান করবে। সেখানে অবরোধ হবে কোন মালামাল বাংলাদেশে যেতে দেয়া হবেনা। প্রয়োজনে এই অবরোধ অনির্দিষ্ট সময়ের জন্য হবে।