ঢাকা
শিরোনাম

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডাকাত সর্দার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হালিম পুলিশের খাঁচায় 

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে সরঞ্জামসহ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

দেশরক্ষা ও ফেতনাসৃষ্টিকারীদের রুখে দাঁড়ানো ইমানি দায়িত্ব -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

হিন্দু গৃহবধূকে ভয় দেখিয়ে ১৫ দিন ধরে ধর্ষণ

admin
October 21, 2016 5:08 pm
Link Copied!

আরিফ জেবতিক: সুন্দরবনের বাঘ নয়, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ‘প্রাণীটির’ নাম হিন্দু মানে এই কাহিনীটা এতই জটিল, এতই অবিশ্বাস্য, অনেকটা ঐ সাহিত্যের ম্যাজিক রিয়েলিজম না কি যেন আছে, ওরকমই খানিকটা। বিশ্বাস হতে চায় না।

তবে আমার আপনার বিশ্বাসের খেতাপুরে, এটাই বাস্তবতা। সে আপনি মানেন কি না মানেন। বাগেরহাট জেলায় হিন্দু পরিবারের এক গৃহবধূকে ভয় দেখিয়ে ১৫ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক ওই পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে গৃহবন্দী করে রাখে। এমনকি তলোয়ারের কোপে ধর্ষিতার পা কেটে ফেলা হলেও তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি!

জানা গেছে, একপর্যায়ে গৃহবন্দী রাখার এই ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা আহত ধর্ষিতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা হাসপাতাল ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার শিকার ধর্ষিতার স্বামী আহত অবস্থায় গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন। তবে গতকাল পর্যন্ত পুলিশ ধর্ষক শোলাবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার ছেলে সোবাহান মোল্লাকে (২৮) গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সোবাহান মোল্লা প্রতিবেশী ওই সংখ্যালঘু পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে একটি ঘরে বন্দী করে রাখে এবং ১৫ দিন ধরে গৃহবধূকে (৩২) ধর্ষণ করে। গত ২৯ সেপ্টেম্বর গভীররাতে ধর্ষক সোবাহান মোল্লা আবারও গৃহবধূকে তলোয়ার দেখিয়ে ধর্ষণ করতে গেলে তার স্বামী বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ধর্ষক সোবাহান তলোয়ার দিয়েই তাকে গলা কাটার উদ্যোগ নেয়। তখন স্বামীকে রক্ষা করতে গেলে ওই তলোয়ারের কোপে ধর্ষিতা গৃহবধূর ডান পায়ের পাতার কবজিসহ গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ওই অবস্থায়ই ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বক্তব্য অনুযায়ী এমনকি গতবছরের তুলনায়ই এই বছর শুধু ধর্মীয় কারণে নির্যাতনের সংখ্যা ৩ গুন।

বাংলাদেশে এই মুহূর্তে বিলুপ্তির পর্যায়ে যে প্রাণিটি আছে সেটি আসলে সুন্দরবনের বাঘ কিংবা মেঘনা নদীর শুশুক নয়, এই প্রাণীটির নাম হিন্দু। এরা দিব্যি দেখতে মানুষের মতো, মানুষের মতোই হাসে-কাঁদে-ভাত খায় এবং আমাদের সকলের লাথি খায়। আমাদের ছোটবেলা আশেপাশে এই প্রাণিটি অনেক দেখতাম, এদের সঙ্গে যে আমাদের তফাৎ আছে এরকম না ভেবেই একসঙ্গে হেসে খেলে আমরা বড় হয়ে উঠেছি। তারপর আমাদের অগোচরেই তাঁরা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করেছে। এই দেশ অসাম্প্রদায়িকতা থেকে যত দূরে সরতে শুরু করেছে, যতই এখানে সৌদি পেট্রোডলারে হিংস্র রাজনীতি প্রমোট শুরু হয়েছে ততোই এরা বিলুপ্ত হতে শুরু করেছে।

২০০১ সালের পূর্ণিমা রানীর উপর নির্যাতনের যে ভয়াবহতার কথা ডকুমেন্টেড আছে, সেই পরিমাণ আগ্রহ নিয়ে এখন আর এগুলোর প্রচার হয় না, ডকুমেন্টারি হয় না-কারণ আমরা মেনে নিচ্ছি যে আমরা একটা একমুখী রাষ্ট্রব্যবস্থার দিকে এগুচ্ছি যেখানে ভিন্নমত রাখব না, ভিন্ন চিন্তা রাখব না এবং ভিন্ন ধর্মও রাখব না। সম্পূর্ণ অকারণে, শুধু ধর্মের কারণে পুরোহিত-পাদ্রীদের কুপিয়ে হত্যা করা হবে বাংলাদেশে-এটা কয়েকবছর আগেও চিন্তা করা যেত না- এখন এটা আমরা মেনে নিয়েছি।

আমরা এক ভয়াবহ পরিণতির দিকে এগুচ্ছি। আমাদের মাল্টি কালচার, মাল্টি ধর্মের দেশ ও জাতিসত্তা লুট হয়ে যাচ্ছে।

এসব নিয়ে বড় আকারে কথাবার্তা বলা শুরু করুন। রাষ্ট্র আর তার রাজনৈতিক লালিত গুণ্ডাদের হাতে ছেড়ে দিলে শত্রু সম্পত্তি/ অর্পিত সম্পত্তির মারপ্যাঁচে বাস্তুহারা হিন্দু কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভিনদেশে যেতে গেলে বিএসএফের গুলির মুখে পড়বে মাত্র।

আর আসলে এসব ধর্ম-অধর্ম ঐক্য পরিষদের তকমায় সীমাবদ্ধ থাকাটা কোনো কাজের কথা নয়। চাই সার্বজনীন বাংলাদেশী ঐক্য। সার্বজনীন ঐক্যবদ্ধ জাতিসত্তার বিকাশ ঘটিয়েই এই দানবদের রুখে দাঁড়াতে হবে, নইলে এই আক্রান্ত হওয়া থেকে কারোই নিস্তার হবে না।

http://www.anandalokfoundation.com/