টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এখনও মানসিকভাবে বিপর্যস্ত নেইমার। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের টাইব্রেকারে পরাজিত হয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করেন রদ্রিগো এবং মার্কুইনহোস। হারের পর সতীর্থদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা চালাচালি করেন নেইমার। সেটি আবার প্রক্যাশে আনলেন ইনস্টাগ্রামে।
নেইমারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় রদ্রিগো, মার্কুইনোস এবং অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার। মার্কুইনহসকে নেইমার লেখেন, ‘কেমন আছো? আমি তোমার ফ্যান। আমি তোমাকে নিয়ে কী ভাবি, সেটা একটা পেনাল্টি ঠিক করে দিতে পারে না। আমি তোমার সঙ্গে সবসময় আছি। আমি তোমাকে ভালোবাসি।’ জবাবে মার্কুইনহোস লেখেন, ‘হ্যাঁ ভাই, আমি ছোট ছোট উন্নতি করছি, এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য নিজেকে সময় দিচ্ছি। তুমি কেমন আছো? আমাকে ম্যাসেজ পাঠানো এবং আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। তুমি অনেক দুর্দান্ত। আমি চাই সবসময় যেন ভালো হোক।’
অপরদিকে সিলভাকে নেইমার লেখেন, ‘আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। আমরা চেয়েছি তোমাকে বিশ্বকাপ দিতে। তুমি, দানি আমরা সবাই ট্রফির দাবিদার। কিন্তু স্রষ্টার কোনো উদ্দেশ্য আছে, এবং তিনি সব জানেন।’ জবাবে সিলভা লেখেন, ‘ভাবনার চেয়েও কষ্টের বিষয় এটি। সত্যি করে বলতে আমি এখনও বিষয়টি মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না আমরা হেরেছি। প্রতিটা সময় আমাকে পোড়ায়, মনে হয় আমি কাঁদছি। কিন্তু আমি ঠিক হয়ে যাব।’
রদ্রিগোকে নেইমার লেখেন, ‘তুমি একজন সেরা খেলোয়াড়। তোমার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের। তোমার আইডল হিসেবে আমি তোমাকে বলতে চাই, ব্রাজিলের একজন ঐতিহাসিক ফুটবলার হিসেবে তোমাকে দেখতে চাই। পেনাল্টি তারাই মিস করে যারা নেওয়ার সুযোগ পায়। আমি অনেক পেনাল্টি মিস করেছি এবং ঘুরে দাঁড়িয়েছি। আমি এসব ভুল থেকে শিখেছি।’ রদ্রিগো জবাবে লেখেন, ‘ধন্যবাদ আমার আইডল। আমি অনেক দুঃখিত তোমার স্বপ্নকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য। আমি আশা করি তুমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’
সতীর্থদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা প্রকাশ্যে আনার ব্যাখ্যা দিয়ে নেইমার বলেন, আমাদের মধ্যে জেতার ইচ্ছাটা কতটা ছিল এবং আমরা কতটা ঐক্যবদ্ধ ছিলাম, সেটি সবাইকে জানানোর জন্যই ম্যাসেজগুলো প্রকাশ্যে আনা।