13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাবীবের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

admin
January 23, 2016 4:12 pm
Link Copied!

সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি শিক্ষার্থী কাজী হাবিবুর রহমান হাবীবের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষক,কর্মকর্তা,ছাত্র-ছাত্রীরা।

শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্টিত মানব বন্ধন কর্মসূচিতে ফোজাইল আহমেদ বাপ্পীর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি চেয়ারম্যান শামীম আহমেদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটির উপাচার্য ড. সুশান্ত কুমার দাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো: রুহুল আমীন, মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান, প্রক্টর প্রধান মাহবুব ঈবনে সিরাজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা ।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্যে শামীম আহমেদ বলেন ,এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে কোন রাজনৈতিক চর্চা করার জন্য নয়।কোন শিক্ষক যাতে ছাত্রদের ব্যবহার কওে কোন সুবিধা ভোগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে।

এখন থেকে ইন্টারন্যশনাল ইউনির্ভাসিটি হবে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস।তিনি আরও জানান, সন্ত্রাসীদের সিন্ডিকেটের সভায় সাময়িক বহিস্কার করা হয়েছে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর তাদের স্থায়ী বহিস্কার করা হবেএবং তারা যাতে অন্য কোন প্রতিষ্টান থেকে শিক্ষা গ্রহন করতে না পারে সে ব্যবস্থা গ্রহন করা হবে।।

বিশেষ অথিতির বক্তব্যে ড. সুশান্ত কুমার দাশ বলেন এখন থেকে ইউনির্ভসিটি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এ ভ’মিকা পালন করবে। এ ইউনির্ভাসিটি পড়ার স্থান এখানে কোন সন্ত্রাসের স্থান নেই।নিহত হাবীবকে স্মরন করে তিনি বলেন, কখনও ভাবতে পারিনি আমি এ বিশ্ববিদ্যালয়ের দ্বায়ীত্বে থাকাকালীন অবস্থায় আমাকে আমার ছাত্রের লাশ বহন করতে হবে।

তিনি আরও বলেন যতদিন এ বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন শহীদ হাবীব আমাদের মাঝে বেচেঁ থাকবে।আর যদি কোন ছাত্রের গাঁয়ে কোন ঢিল নিক্ষেপ করা হয় তবে তার পরিনাম ভয়াবহ।

http://www.anandalokfoundation.com/