14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধা গড্ডিমারী শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত

admin
November 15, 2017 4:37 pm
Link Copied!

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ওই অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় প্রতিষ্ঠান প্রধান আব্দুল হালিমের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড্ডিমারী শিশু নিকেতনের সভাপতি আতিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা এরফান আরী, গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের সহ. শিক্ষক খোরশেদ আলম, বিশিষ্ঠ ব্যবসায়ি আশরাফ আলী প্রমুখ।

প্রতিষ্ঠান প্রধান আব্দুল হালিম জানান, গড্ডিমারী শিশু নিকেতনে অনুষ্ঠিত মা সমাবেশের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ৪২ জন কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও ৫ম শ্রেণীর ১১ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/