14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হরিপুর উপজেলায় জেএমবির সদস্য আটক

admin
March 11, 2017 7:19 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী শাখার সদস্য হারুনুর রশিদ মামুনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতভর হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন জেএমবির তালিকাভুক্ত আত্মঘাতী সদস্য। এর পূর্বে ঢাকায় মামুন গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। মামুন হরিপুর উপজেলায় জঙ্গি সদস্যদের সক্রিয় করতে বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ জানান, হারুনুর রশিদ জেএমবির আত্মঘাতী শাখার সদস্য বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/