উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন ও আজমিরীগঞ্জ উপজেলার সাবেক টিএইচও নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশার বাসিন্ধা ডাঃ অজিত চন্দ্র রায় গত বুধবার সকালে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোাক গমন করেছেন।
মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ১ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সদা হাস্যেজ্বল ডাঃ অজিত রায়ের মৃত্যর খবর শুনে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য পৌর এলাকার শিবপাশাস্থ বাসায় ভীড় জমান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।