ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে বিআরটিসির নগদ অর্থ প্রদান

Brinda Chowdhury
January 31, 2021 10:49 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের মুশকিল আহসানের মাজারের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে বিআরটিসির নগদ অর্থ প্রদান করেছে।
গত ৭ডিসেম্বর ২০২০ ঢাকা সিলেট মহাসড়কের শাহ মুসকিল আহসান মাজারের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের স্মরণে এক  শোকসভা ৩০  জানুয়ারী শনিবার দপুরে ফুলতলী বাজারে  অনুষ্টিত হয়েছে। আরটিসি কর্তৃপক্ষ ৩ লক্ষ  টাকা নগদ অর্থ প্রত্যেক পরিবারকে প্রদান করা হয়। বীর  মুক্তিযোদ্ধা উদ্দিনের বীর প্রতিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য  গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এতে বক্তব্য রাখেন  জেলা পরিষদ সদস্য এডভেোকেট সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আব্দুুুল মুহিত, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/