ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সৎ বাবা কতৃক ধর্ষিত মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিলেন পৌর মেয়র আশরাফ

Brinda Chowdhury
June 19, 2020 7:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে সৎ বাবা কতৃক ধর্ষিতা সেই মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিলেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।

গত মঙ্গলবার(১৬ জুন) কালীগঞ্জ পৌর মেয়রের সহযোগিতায় ধর্ষক সৎ বাবা রেজাউল মন্ডলকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। পঞ্চম শ্রেণী পড়–য়া ১১ বছরের শিশুটিকে দীর্ঘদিন ধরে ধর্ষন করে আসছিল সৎ বাবা।

ধর্ষনের ঘটনা কাউকে না জানাতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছিল সৎ বাবা কিন্তু গত ১২ জুন মঙ্গবার মেয়েটির মা নাজমা খাতুন শিশু মেয়েটির ধর্ষনের ঘটনা নিজে দেখে ফেলেন এবং বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র রেজাউলকে ডেকে পুলিশের হাতে সোপর্দ করেন।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গত ১৭ জুন বুধবার ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানান তার শারিরীক অবস্থা খারাপ তার ভাল চিকিৎসার প্রয়োজন। তার চিকিৎসার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন।

অসহায় মা কোন কিছু ভেবে উঠতে না পেরে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের নিকট বিষয়টি খুলে বলেন। সব কিছু ভেবে সাংবাদিকরা বিষয়টি পৌর মেয়রের সাথে আলাপ করলে পৌর মেয়র ঝিনাইদহ-৪ আসনের এমটি মহোদয়ের নির্দেশনায় চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন।

http://www.anandalokfoundation.com/