ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, শিক্ষাও স্বাস্থ্য উপকরণ বিতারণ

admin
December 29, 2019 2:58 pm
Link Copied!

আঃ জলিল,(শার্শা) যশোরঃ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর  জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় যশোরের শার্শা উপজেলাধীন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ বিতারণ কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্যো দিয়ে আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে ৫০ টি ছাগল প্রদান করা হয়।

রোববার(২৯ ডিসেম্বর)বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতারণ ও ছাগল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার।

http://www.anandalokfoundation.com/