বিনোদন ডেস্কঃ সদ্যই বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মা। দুই জগতের দুই হ্যাভিওয়েট তারকার বিয়ে নিয়ে মিডিয়াতে আলোচনার রেশ যেনো কাটছেই না। এরইমধ্যে একটি ছবি ফের শিরোনামে নিয়ে আসলে এ জুটিকে।
ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর সেখানেই মধুচন্দ্রিমা চলছে বিরাট-আনুশকার। সেখানে শুভ্র তুষারের মোহনীয়তা উপভোগ করছেন এ জুটি। শুক্রবার এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা, যার ক্যাপশনে লিখেন, ‘ইন হ্যাভেন, লিটার্যালি’ অর্থাৎ সোজা কথায় আনুশকা বলতে চাচ্ছেন, স্বর্গে আছেন তাঁরা।
চলতি মাসের ১১ তারিখে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন বিরাট-আনুশকা। বিয়ের আগে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও বিয়ে সম্পন্ন হয়ে যাবার পর নিজেরাই টুইট করে জানিয়ে দেন সবাইকে। টুইটারে তারা লেখেন, ‘আজ আমরা একে অপরকে সারাজীবনের জন্য ভালোবাসার বন্ধনে বেঁধে রাখার প্রতিজ্ঞা করেছি। এই খবরটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা সত্যিই সৌভাগ্যবান। এই সুন্দর দিনটাকে আরও বিশেষ করে তুলবে আমাদের ভক্ত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা। আমাদের পথচলার গুরুত্বপূর্ণ সঙ্গী হবার জন্য ধন্যবাদ।’