14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকারকে মাস্ক পরা নিশ্চিতে-প্রধানমন্ত্রীর নির্দেশ

Brinda Chowdhury
December 21, 2020 6:26 pm
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা বিশ্বেই বাড়তে থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকারকে ও প্রশাসনকে এ ব্যাপারে সর্বত্র প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন।

আজ সোমবার ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়।  এদিন গণভবন থেকে বৈঠকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

আসছে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে বৈঠকে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রথম দফায় তিন কোটি ভ্যাকসিন এবং মে-জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। মোট সাড়ে চার কোটি মানুষের জন্য নয় কোটি ভ্যাকসিন আসবে।

http://www.anandalokfoundation.com/