13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাকে স্ত্রী যতটা সম্মান করেন, স্ত্রীর মাকেও আপনার ততটাই সম্মান করা উচিত

ডেস্ক
October 13, 2024 7:48 am
Link Copied!

যুদ্ধ শাস্ত্র থেকে কূটনীতি, সর্বক্ষেত্রেই আচার্য চাণক্যর ছিল অবাধ বিচরণ। আচার্য চাণক্যের নীতি শাস্ত্রের বই আজও সবাইকে অনুপ্রাণিত করে। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর নীতি যদি মেনে চলা যায় তাহলে জীবনে সহজেই আসে সফলতা।

আপনার মাকে আপনার স্ত্রী যতটা সম্মান করেন, স্ত্রীর মাকেও আপনার ততটাই সম্মান করা উচিত। বললেন প্রাচীন ভারতের অন্যতম দিকপাল ছিলেন আচার্য চাণক্য ।

সমাজ ও মানুষের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে গিয়েছেন আচার্য চাণক্য। আচার্য চাণক্য নীতি শাস্ত্রের বইতে এমন কিছু নারীর উল্লেখ করেছেন যাদের মায়ের চোখে দেখা উচিত। চাণক্য মনে করেন নিজের মায়ের মতোই শ্রদ্ধাশীল হওয়া উচিত সেই সব নারীদের প্রতি।

আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব সেই সব নারীদের সম্পর্কে যাদের সবাই মাতৃরূপে বন্দনা করেন। চাণক্য বলেছেন, দেশের শাসক বা নেতৃত্বে যিনি থাকেন তাকে মায়ের চোখে দেখা উচিত। জনগণের কাছে তিনি মায়ের মতোই।

মায়ের মতোই রাজা বা প্রশাসক সম্মান ও ভালোবাসা পান প্রজাদের কাছ থেকে। বন্ধুর মাকেও নিজের মায়ের মতো দেখা উচিত বলে বলেছেন চাণক্য। নিজের মাকে যতটা সম্মান করেন, ততটাই সম্মান প্রদান করা উচিত বন্ধুর মাকে। এমনকি বন্ধুর স্ত্রীকেও মায়ের চোখে দেখা উচিত বলে মনে করেন চাণক্য।

এছাড়াও নীতি শাস্ত্রের বইতে চাণক্য লিখে গিয়েছেন গুরুর স্ত্রীও আমাদের কাছে মায়ের সমান। আমাদের জীবনে শিক্ষকরা পিতার মতো। তাই শিক্ষকের স্ত্রীও মা রূপে পূজিত হন। চাণক্যর মতে স্ত্রীর মাও অর্থাৎ শাশুড়ি নিজের মায়ের সমান। আপনার মাকে আপনার স্ত্রী যতটা সম্মান করেন, ততটাই আপনার সম্মান করা উচিত স্ত্রীর মাকে।

http://www.anandalokfoundation.com/