13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্কয়ার হাসপাতালে ডায়ালায়সিসে বারী সিদ্দিকী

admin
November 19, 2017 11:44 pm
Link Copied!

বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। আজ রোববার দুপুরে তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে।
সাব্বির সিদ্দিকী বলেন, বাবার সর্বশেষ পাওয়া তথ্য মতে কোনো উন্নতি নেই। সকালে ডাক্তার বলেছেন, আপনারা দোয়া করেন। এছাড়া আপাতত কিছু করার দেখছি না। আমরা আশা করেছিলাম ২৪ ঘণ্টা অতিক্রম করার পর কিছুটা উন্নতি হবে। কিন্তু এখন শুনছি অবস্থা আরো খারাপের দিকে গেছে।

এর আগে গত শুক্রবার মধ্যরাতে হার্ট অ্যাটাক করেন এই শিল্পী। পরবর্তীতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

তিনি বলেন, অনেক দিন ধরেই বাবা কিডনির সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে তার দুইটি কিডনি অকার্যকর হয়ে গেছে। এর ফলে প্রায় দুই বছর ধরে তার ডায়ালাইসিস চলছিল। তবে শুক্রবার রাতে মেজর হার্ট অ্যাটাক করেন। এরপর ডাক্তাররা লাইফ সাপোর্টে নিয়ে যান তাকে। এখন আমাদের আসলে দোয়া আর অপেক্ষা করা ছাড়া কিছুই করার দেখছি না। সবাই উনার জন্য একটু দোয়া করবেন।

দীর্ঘদিন সংগীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে। তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া গান নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম।

http://www.anandalokfoundation.com/