ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সোনার বাংলা গড়ায় খেলাধুলার বিকল্প নাই -ভূমিমন্ত্রী

admin
September 4, 2017 1:18 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, আমাদের দেশের নদী-নালা-হাওর-বিল রক্ষায় নৌকা বাইচ খেলার আয়োজনের বিকল্প নাই। মন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা নৌকা বাইচসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সোনার বাংলার ভাবমূর্তিকে তুলে ধরছে।

গতকাল রবিবার বিকালে পাবনার আটঘরিয়া চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে ৭০ এর নির্বাচনে দেশব্যাপী অভূতপূব জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বলেন, বীর বাঙালিরা ভীতু নয়, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ বিশ্বে মহাস্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা সুনামের সাথে কৃতিত্ব অর্জন করছে।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের অন্যান্য দেশের টীমের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় যারা বাংলাদেশের খেলার মানকে অবজ্ঞা অবহেলা করতো এখন তারাই স্বগর্বে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ খেলায় আগে অনেক কৃতিত্ব বাংলাদেশের অর্জিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কৃতিত্বের দাবীদার ছিলেন। বঙ্গবন্ধু বিদেশি অতিথিদের আপ্যায়ন করাতেন নৌকা বাইচ উপভোগের মাধ্যমে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের মাটিতে নৌকাবাইচ এর মাধ্যমে কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ। তিনি এ খেলাকে আন্তর্জাতিক মানের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নৌকাবাইচ নদী-নালা-খাল-বিল এর নাব্যতা বৃদ্ধিতে সহায়ক হবে। পরিবেশ রক্ষার্থে নৌকা বাইচের বিকল্প নাই। মন্ত্রী আরও বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক বিরূপ প্রতিকূল অবস্থা ডিঙ্গিয়ে জনগণ এসময়ে শান্তিতে বসবাস করছে। মন্ত্রী জাতি, ধম, বণ, কৃষক, শ্রমিক, ছাত্রজনতাসহ সকল পেশার মানুষকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এদেশের কোন মানুষ ক্ষুধার্তৃ বা অনাহারে থাকবে না। কাপড়ের অভাবে কেউ থাকবে না। গৃহহারা কেউ থাকবে না, ঔষধের অভাবে কেউ ধুকে ধুকে মরবে না। তিনি বলেন, এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা অদম্য গতিতে এগিয়ে চলেছেন। তিনি সকলকে সরকারের ২১ এর মধ্যম আয়ের দেশ ও ৪১ এ উন্নত বাংলাদেশ গড়ার সাফল্য আনয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পাবনা জেলার বিভিন্ন উপজেলা হতে ১৮টি নৌকা অংশ নেয়। আজ সোমবার বিকালে প্রথম রাউন্ডের বাইচ শুরু হবে। দশদিন ব্যাপী চলবে এ প্রতিযোগিতা।

আটঘরিয়া পৌর মেয়র মো. শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল সরদার, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঈমীন হোসেন চঞ্চল।

http://www.anandalokfoundation.com/