বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ খাত। বিভিন্ন দেশে জনশক্তি প্রেরণের মাধ্যমে বাংলাদেশ বিপুল অংকের রেমিট্যান্স পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের প্রায় ১৭০ টি দেশে কর্মী প্রেরণ করছে।
জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইটি)-এর এক হিসাব অনুযায়ী ১৯৭৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় এক কোটি ২০ লাখেরও বেশি লোক বিদেশে গমন করেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ৫৩ হাজার ১৮১ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। আর ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৭৭ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন।
২০১৭ সালে ১০ লক্ষাধিক এবং ২০১৮ সালে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে গমন করেছেন।