মহাকাশে এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী আছে! আছে মানে সৌরজগতেই আছে। সূর্য থেকে নিয়মিত শক্তি নিয়ে জীবনধারণ করছে!
সসার বা ভিনগ্রহী আকাশযান নিয়ে যারা গবেষণা করেন, তাঁরা এ দাবি করেছেন। প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার তোলা একটি সাম্প্রতিক ছবি দেখিয়েছেন তাঁরা। সেখানে দেখা যায়, সূর্যের কাছাকাছি কিছু সাদা ডট সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করছে! গবেষকদের দাবি সসার সূর্য থেকে শক্তি গ্রহণ করছে!
সাদা ডট সূর্যের খুব কাছাকাছি আছে। আর ওই ডট থেকে একটি সংযোগ রশ্মি সূর্যে এসে মিশেছে। সসার নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা দাবি করছেন, সূর্য থেকে ওই সংযোগ রশ্মির মাধ্যমে জ্বালানি নিচ্ছে এলিয়েনদের যান। আবার নিজেদের যানকে ওভাবে চার্জও করে নিতে পারে তারা। এ প্রথমবারের মতো এমন একটি ছবি প্রকাশিত হলো, যেখানে বলা হয় এলিয়েনদের যান সূর্য থেকে শক্তি সঞ্চয় করছে!
মেইল অনলাইন জানিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি ভিডিওটি ইউটিউবে দিয়েছেন। তিনি প্রথমে ছবিটি নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু পরে জানান, ভালো করে লক্ষ করে এলিয়েনের কাজকর্ম ধরা যায়। তিনি বলেন, ‘এলিয়েনদের ওই যানের রং এবং সূর্যের সঙ্গে সংযোগের বিষয়টি সন্দেহ দূর করে দেয়।’
স্কট ওয়ার্নিং নামের এক গবেষক বলেন, ‘এলিয়েনদের ওই যান সূর্য থেকে হয়তো জ্বালানি সংগ্রহ করে বা রিচার্জ করে নেয়। এরা দ্রুতবেগে স্থান ত্যাগ করে।’
তবে গবেষক নাইজেল ওয়াটসন বিষয়টি মানতে নারাজ। তিনি বলেন, ‘ছবিটি থেকে পরিষ্কার কিছু উদ্ধার করা সম্ভব না। দৃশ্য খুব পরিষ্কারও না। আমরা কেবল আমাদের কল্পনা দিয়ে বলতে পারি এটা এলিয়েনের কোনো বিষয়।’