ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে চাঁদপাই খালে বিষ দিয়ে মাছ আহরন ৬ জেলে আটক

admin
June 2, 2018 4:51 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মাইটা ও চাঁদত্রী নামক দুইটি খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক করা হয়েছে ৬টি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল। আটককৃতদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় বলে সুন্দরবন বিভাগ নিশ্চিত করেছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন মুঠো ফোনে জানান, স্মার্ট পেট্রোলিং টিম লিডার মো. আ. হান্নানের নেতৃত্বে স্মার্র্ট পেট্রোলিং টিমের সদস্যরা অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে আটক করেন।

এসিএফ বলেন, আটক জেলেরা সুন্দরবন বিভাগ থেকে পাসপারমিট (অনুমতি) নিয়ে মাছ আহরনের জন্য সুন্দরবনে ঢুকে মাছ শিকারের নামে খালে বিষ দিয়ে মাছ ধরছিলো। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।
**ছবি দেয়া আছে।

http://www.anandalokfoundation.com/