ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে আহতদের ৫০ লাখ টাকা দেবে সাইফ পাওয়ার

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে আহতদের ৫০ লাখ টাকা অনুদান দেবে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার (৬ জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে গিয়ে হতাহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার দেওয়ার ঘোষণা দেন।

এমডি বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড সবসময় জাতির ক্রান্তিলগ্নে দুর্গতদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, বিএম কনটেইনার ডিপোর অগ্রিকাণ্ডে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে অন্তত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

http://www.anandalokfoundation.com/