সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড়ের একটি চালান জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দরবস্তের নয়াগাতি এলাকা থেকে কাপড়ের এই চালানটি জব্দ করা হয়। এ সময় একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকও আটক করা হয়েছে।
জব্দ করা চালানে ৬২২ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি পিস, ৬৪ পিস থান কাপড় এবং ৩৭৫ গজ থান কাপড় ছিল।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আরিফুল হক জানান, টহল টিম প্রতিদিনের মতো দরবস্ত চতুল সড়কে দায়িত্ব পালন করছিল। সকাল সাড়ে ৬টার দিকে একটি কালো রঙের, নম্বরবিহীন ডিআই পিকআপ বেপরোয়া গতিতে টহল গাড়িকে ওভারটেক করে।
সন্দেহ হলে সেনাবাহিনী দ্রুত পিকআপটির পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা দরবস্তের নয়াগাতি এলাকায় গিয়ে পিকআপটি নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দিলে তারা এসে জব্দকৃত চালানটি থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।