গোয়াইঘাটে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক বাকপ্রতিবন্ধী স্কুল ছাত্রী (১৩)। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় এ ঘটনায় জড়িত আব্দুর রউফ (৩৫)-কে গ্রেফতার করেছে গোয়াইঘাট থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে গোয়াইনঘাটের বাদেবাসা গ্রামের ছেরাগ মিয়ার ছেলে আব্দুর রউফ (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল।
তিনি জানান, ২৪ মে দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ১নং রস্তুমপুর ইউনিয়নের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাদেবাসা গ্রামের ছেরাগ মিয়ার ছেলে আব্দুর রউফ ভিকটিমকে চকলেটের লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে মুখে গামছা গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ীতে এসে কান্নাকাটি করে তার পিতা মাতাকে বিষয়টি খুলে বলে। বিষয়টি জানা জানির পর নিকটাত্মীয় ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে ধর্ষক আব্দুর রউফের বাড়ীতে গেলে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, মামলা নং-২৩, তারিখ-২৪/০৬/২০২৩। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিহির দাস ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।