13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জকিগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৫

Link Copied!

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের অন্তর্গত কালীগঞ্জ বাজারস্থ দক্ষিণ গলি ইসলাম উদ্দিনের পানের দোকানে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এসময় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইসলাম উদ্দিন (৩২), নজমুল হোসেন (২৩), মিজানুর রহমান (২৩), ইমন আহমদ (২১) ও কয়ছর আহমদ (১৮)। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে গাফলা খেলার গুটি ২৮টি, গাফলা খেলার গুটি রাখার কালো টিনের বাক্স ১টি ও নগদ ১০ হাজার ৪৬০ টাকা এবং ৫টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

http://www.anandalokfoundation.com/