বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সাড়া বিশ্ব গুগলে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে গুগল।
গুগলের প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২০১৫ সালে সমগ্র বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি যে ১০টি বিষয়ে সার্চ করেছে তা হচ্ছে :
১. লামার অডোম (আমেরিকান প্রাক্তন বাক্সেট বল খেলোয়ার ও কর্মকর্তা, অসুস্থতার খবরে আলোচিত)।
২. শার্লি এবদো (ফ্রান্সের বিতর্কিত ম্যগাজিন, মহানবী (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশ ও ম্যাগাজিনটির কার্যালয়ে রক্তক্ষয়ী হামলার খবরে আলোচিত)।
৩. আগার ডট আইও (মোবাইল গেমস)।
৪. জুরাসিক ওয়ার্ল্ড (হলিউডের জুরাসিক পার্ক ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা)।
৫. প্যারিস (অতর্কিত বোমা ও বন্দুক হামলায় দেশটিতে ১৫৩ জন নিহতের খবরে আলোচিত)।
৬. ফিউরিয়াস ৭ (হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্যাঞ্চাইজির সপ্তম সিনেমা)।
৭. ফলআউট ৪ (ভিডিও গেম)।
৮. রন্ডা রাউজি (আমেরিকান নারী বক্সার, খেলার খবরে আলোচিত)।
৯. কেইটলিন জেনার (আমেরিকান প্রাক্তন অলিম্পিক অ্যাথলেট ও রিয়েলিটি টিভি তারকা ৬৫ বছর বয়সী ব্রুস জেনার এ বছরে নিজের জেন্ডার ও নাম পরিবর্তন পুরুষ থেকে নারীতে রুপান্তরিত হয়ে নিজেকে প্রকাশ করার ঘটনায় আলোচিত)।
১০. আমেরিকান স্নিপার (হলিউড সিনেমা)।
তথ্যসূত্র : গুগল ট্রেন্ডস