ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালমানের ‘বেটার হাফ’ লুলিয়াই

admin
February 16, 2016 11:23 am
Link Copied!

বিনোদন ডেস্ক: সালমান খানের ব্যাচেলর জীবনের সমাপ্তি সম্ভবত আলোচিত গার্লফ্রেন্ড লুলিয়া ভানটুরই ঘটাবেন। রবিবার ভ্যালেনটাইনস ডেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমানকে উদ্দেশ্য করে এমন বার্তাই দিয়েছেন লুলিয়া।

স্ট্যাটাসে লুলিয়া লিখেছেন, ‘আমার অর্ধেকটা জুড়ে আছো তুমি। আর বাকি অর্ধেকটাও তোমার।’ যদিও স্ট্যাটাসটা সালমানকে ট্যাগ করেননি লুলিয়া। তবে এ বার্তা যে বাজরঙ্গি ভাইজানের জন্যই সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বলিপাড়া।

বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে জেরবার হয়ে কয়েকদিন আগেই সল্লু মিয়া বলেছিলেন, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তারপর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই…।’

বলিউডের একটা বড় অংশ মনে করছে, এদিন পরোক্ষভাবে সালমানের ওই উত্তরেরই জবাব দিয়েছেন লুলিয়া। তিনিই যে ভাইজানের ‘বেটার হাফ’ হতে চলেছেন এ যেন তারই ইঙ্গিত।

http://www.anandalokfoundation.com/