ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস 

নিউজ ডেস্ক
December 10, 2021 8:26 pm
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর সালথা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামস্থ কুষ্টিয়া চকে অভিযান চালিয়ে এই মেশিন ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামস্থ কুষ্টিয়া চক হতে  দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট  হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় কুষ্টিয়া চক থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে  দুইটি  ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে।এ ঘটনায় ড্রেজার মেশিন মালিক পালিয়ে যায় বলে জানা যায়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
http://www.anandalokfoundation.com/