আবু নাসের হুসাইন, সালথা: মুজিববর্ষে ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক অসহায় প্রতিবন্ধীকে দেওয়া ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) উপজেলার ভাওয়াল গ্রামে ওই প্রতিবন্ধীকে দেওয়া ঘরের নির্মাণ কাজ পরিদর্শনে যান পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
ঘর পাওয়া ভাওয়াল গ্রামের প্রতিবন্ধী আসমা বেগমের বাড়িতে পুলিশ সুপার গেলে সে আবেগে আপ্লুত হয়ে যান। এসময় পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, এসআই মোজাম্মেল হকসহ পুলিশের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অসহায় প্রতিবন্ধীদের ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন বাংলাদেশ পুলিশ। পুলিশের আইজি ড. বেনজির আহমেদের নির্দেশে প্রতিবন্ধীদের ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।