বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে সৃষ্ট নিম্নচাপ। পরে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (৪ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিনে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।