14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধুর নামে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি

admin
March 13, 2017 4:59 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় জাতীয় যুবসংহতি তালা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান  গতকাল বিকালে মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় যুবসংহতি নেতা মো: লুৎফর রহমান শেখ এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি,তালা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাপা ওয়ার্ড সভাপতি ডা: ঈমান আলী গাজী, মো:জুলফিক্কার শেখ ,শ্রমিকনেতা মো: ময়েন উদ্দীন সরদার,মো:নুরুল আমিন বিশ্বাস ,জাতীয় যুবসংহতির শিবপুর গ্রাম কমিটির সভাপতি মো: সেলিম সরদার, সধারণ সম্পাদক মো: রুবেল মোল্য­া , সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান খাঁ , মাঝিয়াড়া গ্রাম কমিটির সভাপতি মো:মাহবুবুর রহমান, সধারণ সম্পাদক মো: সলেমান  সরদার, সাংগঠনিক সম্পাদক মির্জা বাহারুল ইসলাম  ,খড়েরডাংগা গ্রাম কমিটির সভাপতিমো: আব্দুল হাকিম শেখ, সধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর মুন্সি,  সাংগঠনিক সম্পাদক মো: ফারুকশেখ,শাহপুর গ্রাম কমিটির সভাপতি মো:মুক্তার আলী গাজী,সাধারণ সম্পাদক মো:সেলিম গাজী,সাংগঠনিক সম্পাদকমো: খাইরুল ইসলাম,কিসমত গ্রাম কমিটির সভাপতি মো: রাশেদুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জমান মনি , জাতীয় ছাত্র সমাজ নেতা মো:ইউনুচ আলী সরদার,মির্জা আবুল কালাম ,মো: রেজাউল ইসলাম সানা ,ওয়ার্ড সভাপতি মো: রায়হান সরদার,সধারণ সম্পাদক মো: শামীম শেখ ,সাংগঠনিক সম্পাদক শ্রী রাহুল চক্রবর্ত্তী ,জাতীয় তরুণ পাটির ওয়ার্ড সভাপতি মো: মেহেদী হাসান,সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান খাঁ,সাংগঠনিক সম্পাদক মো:বিপ্লব সরদার , নেতা,মির্জা আনারুল ইসলাম,শ্রী বাঁধন বিশ্বাস প্রমুখ ।

সভায় মো: লুৎফর রহমান শেখ সভাপতি,মো: মনিরুজ্জামান মনি সি:সহ-সভাপতি,মো: আব্দুল্ল্যাহ শেখ সাধারণ সম্পাদক,মো: মোনতাজ আলী মোল্ল্যা সাংগঠনিক সম্পাদক,মো:মতিয়ার রহমান সরদার ও মো: নুরুল আমিন বিশ্বাস কে সমন্বয়কারী  করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবসংহতির শিবপুর,মাঝিয়াড়া,খড়েরডাংগা,শাহাপুর,কিসমত ঘোনা গ্রামের সমন্ময়ে তালা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় ।সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মšী¿  সৈয়দ দিদার বখত্ কে বিজয়ী করতে,সংগঠনকে গতিশীল কার্যক্রম অব্যাহত সহ সাবেক সফল রাষ্ট্রপতি  পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মাদ এরশাদের নামে দায়েরকৃত  সকল  ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবী জানানো হয় ।

http://www.anandalokfoundation.com/