সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সাবেক সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক লীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের মাতা সৈয়দা জিন্নাতুন্নেছা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী আজ । এ উপলক্ষে নগরকান্দার ফুলসুতি গ্রামের চৌধুরী বাড়িতে বাদ যোহর মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
সৈয়দা জিন্নাতুন্নেছা চৌধুরী ২০১৮ ইং সালের এই দিনে বার্ধক্যজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তাকে ফুলসুতি চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।