আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ার দুই সহদর জিবিকা নিবাহের জন্য সাউথ আফ্রিকায় ব্যবসায় করে আসছিলো গত ৫ জুলাই সড়ক দূঘটনায় একভাই নিহত হয়।
আজ বৃহস্পতিবার সকালে লাশ দেশে ফিরলে বিকেলে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের এমএ সোবহান মাসুদের ছেলে ফসয়াল খান ওরফে সোহাগ ও তার ছোট ভাই সোহেল খান দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকায় ব্যবসায় করে আসছেন। গত ৫ জুলাই ফসয়াল খান সোহাগ নিজে গাড়ী চালাতে গিয়ে সাউথ আফ্রিকায় সড়ক দূঘর্টনায় মারা যান।
বৃহস্পতিবার সকালে মরহুমের লাশের কফিন শাহাজালাল আর্ন্তজাতীক বিমান বন্দরে এশে পৌছালে তার পিতা লাশের কফিন গ্রহন করেন। আছরবাদ মহেুমের জানাজার নামাজ শেষে বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে শোকের ছায়া নেমে আসে। তার আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, সাংবাদিক এসএম ওমর আলী সানি।