চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের ক্লারিওন ডিজাইন লিঃ এর বিরোদ্ধে শ্রমিকদের বেতন, বোনাসসহ বিভিন্নভাবে হয়রানির শিকারের অভিযোগ রয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় উক্ত প্রতিষ্ঠানে প্রায় ২০ বছর একাউন্টস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক শোভন দত্তের পিতা সরোজ দত্ত। বর্তমানে তিনি চট্টগ্রামের ট্টিটমেন্ট হাসপাতালে ভর্তিরত আছেন।
তিনি ক্রাইমসহ সাংবাদিকদের জানান, ‘প্রায় ২০ বছর ধরে উক্ত প্রতিষ্টানে কর্মরত হিসাবে কাজ করি। গত ১৫ অক্টোবর ২০১৭ তারিখে আমার বকেয়া বেতন ৬ মাসের ১,০৮,০০০ টাকা পরিশোধের জন্য ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুল ইসলামের বরাবরে আবেদন প্রধান করলে তিনি কোন ধরনের আবেদন পড়ে না দেখে আমার দিকে ছুঁড়ে মারেন। এবং উক্ত প্রতিষ্টানের চেয়ারম্যান মোঃ ইদ্রিছসহ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, অশালিন আচরণ করেন এবং দ্বিতীয় বার এই রকম আবেদন করলে অবস্থা ভয়ংকর হবে বলে হুমকি দিলে এরপর আমার আবেদন পত্রটি নিয়ে বাসায় মানসম্মান ও প্রাণের ভয়ের কথা ভেবে চলে আসি। আমার পরিবারের কাউকে বুঝতে দিই নাই যে আমার মানসিক অবস্থা। এরপর আমি আর অফিস করিনি। উক্ত মানসিকভাবে অপমানেরর কারণে টেনশন করি। বিগত ৪ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০.৩০ এর দিকে আমার খুবই খারাপ লাগে। বুকে ব্যাথাসহ প্রচুর ঘামতে থাকি। এরপর অজ্ঞান হয়ে পড়লে, এরপরের ঘটনা আমি জানিনা।’
হাসপাতালের সরেজমিনে ক্রাইমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা গেলে তাদেরকে সাংবাদিক শোভন বলেন, ‘গত ৪ নভেম্বর ২০১৭ রাত আনুমানিক ১১টার সময় বাসায় এসে দেখতে পায় আমার পিতা ঘামতে থাকেন, কোন ধরনের স্বাভাবিক কথা বলতে পাছেন না। ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরিক্ষা করে সন্দেহ আসার পর প্রশ্ন করলাম,প্রশ্নে তিনি(আমার বাবা) শুধু একটা কথা বললো, ক্লারিউন গার্মেন্টেস থেকে আমি ৬ মাসের বেতন পাবো। ওরা আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে। আমার ৬ মাসের বেতনসহ ইন্স্যুরেন্সের ডকুমেন্টস তাদের হাতে। এই কথা শুনেছি এরপর উনি অজ্ঞান হয়ে গেলে আমি ওনাকে রাত ১১টা ৫৬ মিনিটে চট্টগ্রামের সিএসটিসি হাসপাতালে ভর্তি করায়, আইসিইউ তে পাঁচদিন রাখার পর জানলাম আমার বাবা স্টোক করেছেন। ৫ নভেম্বর২০১৭ তারিখ বিকালে মোঃ আতিকুল ইসলামকে ফোনালাপে ঘটনার বিবরনী বললে তিনি ১৮০০০ টাকা আমাকে দেন। বাকি টাকার প্রসঙ্গে আলাপ করলে তিনি বলেন,’আপনার বাবা অফিসে তেমন বেতন পাবেনা। কিছু পেলে তা আমার হাতে আসলে দেব। তবু আমার অর্থের প্রয়োজনের তাগিদে আমার বাবার হিসাব দেখতে বিগত ০৯ নভেম্বর ২০১৭ দুপুর ১ টায় গার্মেন্টসে গেলে আর ১৮০০০ দিয়ে বলেন আর কোন টাকা পাবে না এবং আমাকে কোন রকম হিসাব দেখাননি এবং বাকি ৪ মাসের বেতন মিথ্যা বলে অস্বীকার করেন। যার ফলে আমি অপারগ হয়ে আইনের সাহায্যের জন্য চকবাজার থানায় উক্ত গার্মেন্টেসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরোদ্ধে এক অভিযোগ দায়ের করি।
অভিযোগের ভিত্তিতে তদন্তকারি পল্টু বড়ুয়া(সি পি এম) এই প্রতিবেদককে বলেন, ‘উক্ত প্রতিষ্টানের বিরোদ্ধে ইতিপূর্বে আরো অভিযোগ ছিল, এমনকি আমার ভগ্নির স্বামী লিটন বড়ুয়া উক্ত প্রতিষ্টানের বিরোদ্ধে ঐতিপূর্বে আমাকে মৌখিক ভাবে অভিযোগ করে গিয়েছেন। তিনিও দুই মাসের বেতন পাবেন। সরোজ দত্তের ছেলে সাংবাদিক শোভনের পিতার ব্যাপারে তদন্ত করে বাদী ও বিবাদী দু জনকেই থানায় ডাকলাম। এক পর্যায়ে ৪ মাসের বেতন ৭২০০০ টাকা অস্বীকার করতে চাইলে ও আইনের কাছে ব্যবস্থাপনা পরিচালক জনাব আতিকুল ইসলাম স্বীকার করে বলেন উনি ৩ মাস ১৫ দিনের বেতন পাবেন ৬৩০০০ টাকা এবং ২৫শে ডিসেম্বর উক্ত টাকা পরিশোধ করবেন বলে আবেদন পত্রে স্বাক্ষর করেন। গার্মেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক আতিক সাহেব তার প্রতিষ্টানের চাবি সরোজ দত্তের কাছে তাকাতেই সরোজ দত্ত ও তার ছেলে সাংবাদিক শোভন দত্তের বিরোদ্ধে থানায় এক অভিযোগ আনতে চাইলে উক্ত বৈঠকে সাংবাদিক শোভন দত্ত তার পিতার হেফাজতে থাকা চাবি আমার হাতে দিয়েছেন। আমি উক্ত চাবি আতিক সাহেবকে প্রদান করে আর কোন অভিযোগ আছে কিনা এক প্রশ্ন করলে। আতিক সাহেবের কোন অভিযোগ নেই বলে স্বীকার করেন। এই ব্যাপারে সাংবাদিক শোভন থেকে প্রশ্ন করা হলে তিনি আমাকে জানান, আমার বাবার নামে একটি ইন্সুরেন্স করছেন যার কোন ডকুমেন্টস আমাদেরকে দেননি।’
বর্তমান সাংবাদিক শোভন দত্তের পিতা সরোজ দত্ত ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে গত ১৭ই ডিসেম্বর বিকালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বললেন তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে গেলে ভালো হয়।
উক্ত ঘটনার ব্যাপারে গোয়েন্দাভিত্তিক প্রকাশনার এক প্রত্রিকার ক্রাইম প্রতিবেদকের সাথে কথা বলে জানা যায়, উক্ত প্রতিষ্টানের এইসব কর্মকান্ডের ঘটনাটি আজকের নই। উক্ত প্রতিষ্টানের দুর্নীতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাছাড়া উক্ত প্রতিষ্টানসহ নগরীর ১৫ টি গার্মেন্টেসের উপর আমরা খুব শ্রীঘ্রই তদন্ত চালাবো এবং প্রশাসনের সামনেই আমরা ঐ সব অপরাধমূলক কর্মকান্ড উপস্থাপন করবো বলে আশাবাদী।