ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও লেখকদের জঙ্গি বিরোধী মানববন্ধন

admin
August 20, 2016 10:05 pm
Link Copied!

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে দেশের চলমান জঙ্গি বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে  সাংবাদিক ও লেখকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  বক্তারা বলেন, সাংবাদিক ও লেখকরাই পারেন তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদ দমন থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে পারে।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনের সামনে কেন্দ্রীয় সাংবাদিকদের আহব্বানে একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্যদেন সিলেট বিভাগের বিশিষ্ট লেখক প্রপেসর নৃপেন্দ্র লাল দাশ।

লেখক ও সাংবাদিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক বুলবুল আনাম, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, আরটিভির স্টাপ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে প্রমূখ।

মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনে এ বিষয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের নবীণ প্রবীন সাংবাদিক ও লেখকরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/