13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একদিনে সর্ব্বোচ্চ করোনায় আক্রান্ত ২৯১১ ও মৃত্যু ৩৭

Rai Kishori
June 2, 2020 2:44 pm
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২৭০৪ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত  ৫২ হাজার ৪৪৫   জন। আর মৃত্যু ৩৭ নিয়ে এই পর্যন্ত মোট মৃত্যু ৭০৯ জন। সুস্থ হয়েছে ৫২৩ জন আর এই পর্যন্ত ১১ হাজার ১২০ জন।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এর আগে সাধারণ ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং ২৪ ঘণ্টায় ৪০ জন মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় রোববার (৩১ মে)। এরপর দ্বিতীয় কর্মদিবসে সোমবার ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয় আরো ২২ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৮৪ হাজার ২০৫ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৯৭ জন। সুস্থ্য হয়েছে ২৯ লাখ ২০ হাজার ৯৫৩ জন। সারাবিশ্বে মৃত্যুর ১১ এবং সুস্থ্যতার হার ৮৯ শতাংশ।

http://www.anandalokfoundation.com/