দি নিউজ ডেক্সঃ সব কিছু ঠিকঠাক চললে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হচ্ছেন জে পি নাড্ডা৷ অর্থাৎ বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন তিনি৷ তিনি বর্তমানে বিজেপি কার্যনির্বাহী সভাপতি পদে রয়েছেন ৷
আগামী ২০ জানুয়ারি সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন জগৎ প্রকাশ নাড্ডা৷ তাঁর হাতে দলের ব্যাটন তুলে দেবেন বর্তমান সভাপতি অমিত শাহ৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্ব ছিল নাড্ডার ওপর। এই রাজ্যে BSP-SP-RLD জোট থাকা সত্ত্বেও ৮০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতেছে বিজেপি৷ পাটনার সেন্ট জেভিয়ার্স স্কুলের এই প্রাক্তনী বর্তমানে রাজ্যসভার সাংসদ৷ হিমাচল প্রদেশ থেকে LLB করেছেন তিনি৷
হিমাচল বিধানসভা থেকে তিনবার বিধায়ক হয়েছিলেন৷ হিমাচল প্রদেশ থেকেই রাজ্যসভার সাংসদ হওয়ার পর ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রী হন জগৎ প্রকাশ নাড্ডা৷ জে পি নাড্ডা যদি সর্বসম্মতিক্রমে আগামী ২০ জানুয়ারি নির্বাচিত না হন, তাহলে ২১ জানুয়ারি ভোট হবে৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার জন্য অর্ধেক সংখ্যক রাজ্য সভাপতিদের ভোট প্রয়োজন৷
ইতিমধ্যেই দেশের প্রায় সব রাজ্যে সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছে৷ এবার সর্বভারতীয় সভাপতি নির্বাচন৷ তার জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন ২০ জানুয়ারি৷ বিজেপির ইতিহাসে সর্বসম্মতিক্রমেই নির্বাচিত হন সভাপতিরা৷