13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার দেওয়া বেতনে সংসার না চললে শিক্ষকতা ছেড়ে দেন

admin
October 19, 2016 6:26 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥  সরকার দেওয়া বেতনে সংসার না চললে শিক্ষকতা ছেড়ে দেন। শরীয়তপুরে মাল্টিমিডিয়া ক্লাস রুম বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এখন প্রতিটি স্কুল, কলেজ  ও মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া থাকার পরেও কেন ব্যবহার হচ্ছে না? মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করলে তার রেজাল্ট সাথে সাথে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌচ্ছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জরিপে উঠে এসেছে দেশের ৬৪ জেলার মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস রুম ব্যবহার করা ৫৯ নাম্বার জেলা শরীয়তপুর জেলা। আমাদের কি গরর্ব। আমরা কত এগিয়ে আছি।

আমাদের আজকের এই অবস্থা প্রাইভেট ও কোচিং ব্যবসার জন্য। আমি সবাইকে সাবধান করে দিচ্ছি এবছর শেষে নতুন করে কেউ ভুলেও প্রাইভেট ও কোচিং ব্যবসায় হাত বাড়াবেন না। বাড়ালে আমি ভুলে যাবো কে সুনামধন্য ব্যক্তি। আগামী বছরের জানুয়ারী মাস থেকে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রাইভেট ও কোচিং ব্যবসা বন্ধ করার জন্য কাজ করবে। প্রাইভেট ও কোচিং ব্যবসার সাথে জড়িত থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হবে। শিক্ষা জাতির মেরুদন্ড, আর আপনারা সেই জাতির মেরুদন্ডকে শক্তিশালী করে গড়ে তুলেন। তাই সবাইকে বলছি আমি কাউকে অপধস্ত করতে চাই না। এর আগেই প্রাইভেট ও কোচিং ব্যবসা বন্ধ করেন। একজন শিক্ষক স্কুলে যাওয়ার আগে যদি সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ব্যাচ প্রাইভেট পড়ান তাহলে সে স্কুলের ক্লাস রুমে কি পড়াবে। সে তো ক্লাস রুমে গিয়ে রেস্ট নিবে। সরকার আপনাদের যেই বেতনটা দেয় তা হালাল করার চেষ্টা করেন। আর যদি সরকার দেওয়া বেতনে কোন শিক্ষকের সংসার না চলে দরখাস্ত দিয়ে শিক্ষকতা ছেড়ে দেন। অনেক মাস্টার ডিগ্রী ছেলে-মেয়েরা চাকুরীর জন্য ঘুরে বেড়াচ্ছে।

বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া ক্লাস রুম বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলীনি রঞ্জন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারিয়ার, জিনিয়া জিন্নাত প্রমূখ।

প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে জেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশ গ্রহন করে। প্রশিক্ষণ প্রধান করেন গোসাইরহাট উপজেলার সহকারী প্রোগ্রামার মাইনুল ইসলাম। প্রশিক্ষণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

http://www.anandalokfoundation.com/