বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের নিকট তুলে ধরতে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আজ ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান বাংলাদেশ এক পরিবর্তিত বাংলাদেশে পরিণত হয়েছে।
অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তির প্রসারসহ উন্নয়নের সকল সূচকে গত এক যুগে দেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা এগিয়ে যাওয়ার কারণে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেলসহ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ বাজেটের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটেছে উল্লেখযোগ্যভাবে। দারিদ্র্য হ্রাস পেয়েছে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ সকল উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজজামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।