ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মৎস অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৯জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা।
সোমবার(১৮মার্চ) সকালে তেতুঁলিয়া নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়।
সোমবার দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জিতেন্দ্র কুমার নাথের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: এ,এফ,এম নাজমুস সালেহীন জানান,সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মৎস অভয়াশ্রমের মাছ ধরার অপরাধে তেুতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন হাসান মাঝি (৬২),মনির(২৮),ফরিদ(৬০),সোহাগ(১৯),জাহাঙ্গীর(৪৩) জাকির(৩৮) সোহান (২৪) হোসেন(৬৪),শহীদ (৫৩)।