বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, ছোট বেলা থেকে হিন্দু-মুসলিম একসাথে বড় হয়েছি। ধর্মের নামে মানুষকে কখনও ছোট করতে শিখিনি।
তিনি আরও বলেন, বিএনপি সব ধর্ম-গোত্রের মানুষের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অধিকার, স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ধর্মীয় সব শ্রেণী ও গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুসংহত জাতি গঠণ করবে।
বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় রবিবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় হিন্দু সমাজের নারী-পুরুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, অতীতে এখানকার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য রামশীলে যেতে হয়েছে। সেইসব অত্যাচারী ও তাদের আশ্রয়দাতাকে মানুষ ভুলে যায়নি। আমি বেঁচে থাকতে আর কোনদিন রামশীল নাটক হতে দেবোনা।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা সাবেক ইইপ সদস্য তরু হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশী নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। তারা সংখ্যালঘুদের ভোটের সময় ব্যাবহার করে, অন্য সময় নির্যাতন করে।
বিগত ১৭ বছর দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণ করেও নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমাদের নেতা তারেক রহমানের অপেক্ষায় গোটা বাংলাদেশ। তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্যই নয়; দেশের রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সহ¯্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ক্লিন ইমেজের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রæতি দিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু সম্প্রদায়ের নেতা মন্টু হালদার, দুলাল চন্দ্র বালা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।