13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে আরও এক সন্ন্যাসীকে নির্মমভাবে হত্যা

Rai Kishori
May 24, 2020 1:30 pm
Link Copied!

ভারত প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রে পালঘরে দুজন সাধু হত্যার ঘটনাটি এখনও পুরোপুরি শান্ত হয়নি। সে হত্যার রেশ না কাটতেই আরও এক সন্ন্যাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এ নিয়মিত সাধুদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।

গতকাল শনিবার(২৩ মে) রাতে মহারাষ্ট্রের নাদেন্দে উমরি উপজেলার নাগ থানায় বাল ব্রহ্মচারী শিবাচার্যকে হত্যা করে দুর্বৃত্তরা।

জানাযায়, লর্ডশিন্দের কাছে শিবাচার্যের মরদেহ পাওয়া গেছে। মরদেহ ঘরের বাথরুমের কাছ থেকে পাওয়া গেছে। গলা কেটে হত্যা করা হয়েছে।

বলা হচ্ছে যে, হত্যার পরে দুর্বৃত্তরা তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। তবে পরে সে পালিয়ে পালিয়ে যায়। হত্যার পিছনে কারণ লুটপাট বলে জানা গেছে। তবে এই মুহুর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে, মহারাষ্ট্রের পালঘর জেলার গাডচিনচলে গ্রামে দুই জন সাধু সহ তিনজনকে জনতা পিটিয়ে হত্যা করেছিল। এসময় সেখানে উপস্থিত পুলিশ নিরব দর্শক রূপে থেকে যায়।

তথ্য অনুসারে, উভয় সাধু লকডাউন চলাকালীন গুজরাটে তাদের গুরুর শেষ সফরে যোগ দিতে যাচ্ছিলেন। এই মামলায় ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

http://www.anandalokfoundation.com/