ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির ৪র্থ নীতি নির্ধারণী বিষয়ক সভা অনুষ্ঠিত

Link Copied!

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের রিজার্ভেশন এর দাবীতে গঠিত সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির ৪র্থ নীতি নির্ধারণী বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

২ জুন ২০২৩ শুক্রবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন কলাবাড়ি ইউনিয়নের তেঁতুল বাড়ি স্বামী সত্যানন্দ অনাথ বৃদ্ধাশ্রমে সম্মানিত ট্রাস্টি ও সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ এর আহ্বায়ক ধীরেন্দ্রনাথ বারুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পানি হাঁটি চিড়া দধি মহোৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ এর খুলনা বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক প্রশান্ত কুমার রায় ( সাবেক কর কমিশনার), মতুয়া মহাসঙ্ঘের খুলনা বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি প্রশান্ত হালদার,অন্যতম নেতৃত্ব দীপক মন্ডল, বরিশাল বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক অসীম কুমার ঘোষ,অধ্যাপক (অব) সুকদেব বিশ্বাস, রাজৈর সরকারি কলেজের প্রভাষক সুধীর রঞ্জন টিকাদার, আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সভাপতি হরিপদ দাস, সন্তোষ কুমার বিশ্বাস,প্রদীপ কুমার বিশ্বাস সুকদেব মোহন্ত প্রমূখ।

সভায় আন্তর্জাতিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় স্বামী চিদানন্দ সরস্বতীকে, ধর্মীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় স্বামী সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজকে, অর্থ/ তহবিল সংগ্রহকারীদের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় প্রশান্ত কুমার রায়কে, সাংগঠনিক সমন্বয়ক সন্তোষ কুমার বিশ্বাস, সনাতন সুরক্ষা সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় সনৎ কুমার ঘোষকে, সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় প্রদীপ কুমার বিশ্বাসকে, প্রচার ও প্রকাশনা,আইন এবং সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ এর মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া এড.গৌরাঙ্গ বসুকে, চাকুরীজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তাদের সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয় সুকদেব মোহন্তকে, মানবাধিকার সংরক্ষণ সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় এড. অচিন্ত্য কুমার দাসকে, যুব ও মহিলা বিষয়ক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় অসীম কুমার ঘোষকে, আন্ত:ধর্মীয় বিভিন্ন সংগঠনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় প্রশান্ত কুমার হালদারকে, বেকারত্ব দূরীকরণে করণীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় সবুজ দাস গুপ্ত দাসকে, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দলের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক সুকদেব বিশ্বাসকে, তথ্য ও যোগাযোগ এবং প্রযুক্তি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় দীপক কুমার মন্ডল।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে, সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ এর মূল দাবি, ১.অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ ও বাস্তবায়ন করতে হবে। এবং ২. সংখ্যালঘুদের রিজার্ভেশন দিতে হবে।

উপরোক্ত দুটি মৌল মানবিক, আইনসম্মত ও ন্যায়ানূগ দাবি পূরণে এ পরিষদ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়া পর্যন্ত। এটিই আমাদের সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ এর মূল কার্যক্রম।

সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাত-পাত বর্ণ বিলোপ কনভেনশন -২০২৩ সফল ভাবে সম্পন্ন করতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন চালিয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগীয় সকল কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্বামী সত্যানন্দ অনাথ ও বৃদ্ধাশ্রমকে অত্র পরিষদের গবেষণা কেন্দ্র (Research Centre) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারণ করা হয়।

http://www.anandalokfoundation.com/