বাংলাদেশ সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সকল সংগঠনের একাত্মতা প্রকাশ করে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামে এক নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিগত কয়েক মাস ধরে চলমান ৮ দফার সঙ্গে আরও ৫ দফা যুক্ত হয়ে সনাতনীদের ১৩ দফার দাবি জানিয়েছে সংগঠনটি। নয়া পাঁচটি দাবির মধ্যে হাজারিগলির ঘটনায় যথাযত অনুস্ধান, সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিসহ একাধিক দাবি তোলা হয়।
১৭ নভেম্বর রোববার নগরীর প্রবর্তক এলাকার ইসকনের অন্যতম প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আত্মপ্রকাশ ও সমসাময়িক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোট মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বাংলাদশে সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী স¤প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু স¤প্রদায়ের ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। আগামীতে এ দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে।’
এসময় হাজারি লেইনের ঘটনায় আইন শৃঙ্খলাবাহিনী পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দরা। পাশাপাশি সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আরো পাঁচ দাবি উত্থাপন করা হয়।
নতুন পাঁচ দাবি হলো ‘৫ নভেম্বর হাজারী গলির ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, একই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, আটক সনাতনীদের ষড়যন্ত্রম‚লকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা, সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের ওপর নির্যাতন করা অতিউৎসাহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, সংখ্যালঘু স¤প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু-সন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার।’
এছাড়া গত তিন মাস ধরে অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকে চলমান আট দফা দাবি জানিয়ে আসছেন সংখ্যালঘুদের সংগঠনগুলো।
প্রসঙ্গত, এক দশকের সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর হামলার বেশ কিছু ঘটনায় আন্তর্জাতিক স¤প্রদায়েরও দৃষ্টি কেড়েছিল। ২০২১ সালে দুর্গাপূজার সময় কুমিল্লার একটা পূজামÐপে কুরআন পাওয়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে মন্দির মÐপে হামলার ঘটনা ঘটেছিল।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সা¤প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সাল থেকে পরবর্তী নয় বছরে সংখ্যালঘু স¤প্রদায় বিশেষ করে হিন্দু স¤প্রদায়ের ওপর সাড়ে তিন হাজারের বেশি হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ রয়েছে। এসব হামলার মধ্যে হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং প‚জামÐপ, মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অন্যতম।
চিন্ময় কৃষ্ণ দাস ব্র²চারী বলছেন, একটি ঘটনাতেও কোনো ব্যক্তিকে বিচার শেষ করে শাস্তি দেওয়া হয়নি। বরং আমাদের ধর্মের অনুভ‚তিতে আঘাত করলে জামিন পায়। আর হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভ‚তির কথা বলে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। আমরা কিছু বললে আমাদের একটি দলের ট্যাগ দেওয়া হয়। ভারতের দালার ট্যাগ দেওয়া হয়।’
তাদের ৮ দফার অন্য দাবি গুলো হলো- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দেওয়া।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সংবাদ সম্মেলনে হাজারী গলির ঘটনায় জোর করে স্বীকারোক্তিম‚লক জবানবন্দি নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন।