যশোর থেকে ই.আর.ইমনঃ যশোরে সনদ জালিয়াতি করে চাকুরি করার অভিযোগে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের প্রভাষক নাদিরা খাতুনকে চাকরিচ্যুত করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের গভানিং বডির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। অভিযোগ বয়েছে , ওই শিক্ষিকার ছোট বোন ও যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক নাছিরা পারভীন একইভাবে সনদ জালিয়াতি করে চাকুরি করে যাচ্ছেন। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি।
নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর যশোরের এস এম সুলতান ফাইন আর্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাদিরা খাতুনকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সনদ জালিয়াতি করে তিনি চাকুরি করছিলেন। সম্প্রতি এক ব্যক্তি এ সংক্রান্ত সুনিদিষ্ট অভিযোগ বিভিন্ন দপ্তরে পাঠান। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের গভানিং বডির এক মিটিংয়ে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যার সত্যতা স্বীকার করেছেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল।
সুত্র জানায়, নাদিরা খাতুনের ছোট বোন ও যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাছিরা পারভীন সনদপত্র জাল করে চাকুরি করছেন। এর আগে তিনি এস এম সুলতান ফাইন আর্ট কলেজে কর্মরত ছিলেন। তার পিতা প্রভাবশালী একটি সংগঠনের নেতৃত্বে থাকায় তিনি জাল সনদেই শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজে চাকুরিতে বহাল রয়েছেন।
সুত্র জানায় , ২০০৮ সালের ২৭ জানুয়ারি যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের চারু ও কারুকলা বিষয়ের প্রভাষক হিসাবে নাছিরা পারভীন যোগদান করেন। ওই সময় তার নিয়োগ প্রক্রিয়া ছিল বিতর্কিত। নিয়োগে লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৪২। যে কয় জন চাকুরি প্রত্যাশী মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করে তার মধ্যে নাছিরা পারভীনের লিখিত পরীক্ষার নম্বর ছিল সর্ব নিম্ন। কিন্তু মৌখিক পরীক্ষায় সবাইকে টপকিয়ে তাকে সর্বোচ্চ ২২ নম্বর দেয়া হয়। যেখানে অন্য ৪ জন চাকুরি প্রত্যাশীকে মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ ১৪ নম্বর দেয়া হয়, সেখানে নাছিরা পারভীনের প্রাপ্ত নম্বর ছিল অবিশ্বাস্য। এছাড়া ২০০৭ সালের ১২ আগষ্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় দেয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল চাকুরির ক্ষেত্রে অনার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী আবশ্যক। কিন্তু নাছিরা পারভীনের ওই যোগ্যতা না থাকলেও তিনি অসাদুপায় অবলম্বন করে ডিগ্রি পাস কোর্সের একটি জাল সনদ দাখিল করেন বলে অভিযোগ রয়েছে। খুলনা আর্ট কলেজের নামে ওই সনদের রোল নং-১-০৩৭, রেজিষ্টেশন নং-১০০১৩ ও শিক্ষা বর্ষ উল্লেখ করা হয়েছে ১৯৯৮-৯৯। তখন দাখিলকৃত ওই সনদটি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদে তার নাম নাছিরা পারভীন উল্লেখ থাকলেও ডিগ্রি পাস কোর্সের ওই সনদে নাম হচ্ছে নাছিরা পারভীন ‘লাকি’। এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় এক নাম ও ডিগ্রি পার্স কোসে আলাদা নাম থাকার পরও তিনি কিভাবে ওই বিতর্কিত সার্টিফিকেট দাখিল করে চাকুরি করছেন তার কোন সুদুত্তর মিলছে না। এছাড়া শিক্ষাগত যোগ্যতাও অর্নাসের স্থলে ডিগ্রি পাস কোর্স থাকায় তোপের মুখে পড়েন সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সদস্যরা। তখন বিষয়টি খতিয়ে দেখার জন্য যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও যশোর শিক্ষাবোর্ডের সহকারী প্রকৌশলী কামাল হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত কমিটির সদস্যরা তখন নাছিরা পারভীনের পক্ষ অবলম্বন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে তারা নাছিরা পারভীনের জাল সনদের বিষয়টি এড়িয়ে তার দাখিলকৃত ডিগ্রি পাস কোর্সের সনদটি অর্নাসের সমমান মর্মে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের দিয়ে দুটি প্রত্যয়নপত্র জমা করিয়ে নেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পরিচালক ও অধ্যাপক আব্দুর শাকুর শাহ ও রাজশাহী বিভাগের চারুকলা বিভাগের পরিচালক প্রফেসর ও সভাপতি ড. মো: আমিরুল মোমেনীন চৌধরী স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে নাছিরা পারভীনের ৩ বছর মেয়াদের ডিগ্রি পাসের সনদটি অর্নাসের সমমান বলে উল্লেখ করা হয়েছে। আলাদা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নেয়া হলেও তাতে হুবহু একই কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই প্রত্যয়নপত্র দুটিও জাল। জাল সনদ ও বিতর্কিত প্রত্যয়নপত্র নিয়ে দীর্ঘ ৮ বছর যাবত বহাল তবিয়তে চাকুরি করে যাচ্ছেন নাছিরা পারভীন। নিয়মিত বেতন ভাতাও উত্তোলন করছেন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
অভিযোগের ব্যাপারে যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের চারু ও কারুকলা বিভাগের প্রভাষক নাসিরা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ তাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ মিথ্য তথ্য সবরাহ করছে। সনদপত্রে ভুল ছিল সেটা সংশোধন করে দেয়া হয়েছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মহিবুল আকবর মজুমদার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুল মজিদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ আগে এসেছিল। তখন বিষয়টি তদন্ত করা হয়েছে। বিষয়টি কলেজের অধ্যক্ষ ভাল বলতে পারবেন।’